As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1939

নামায

প্রকাশকাল: 22 May 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ভাই আমার প্রশ্ন হল নামাজে সুরা ফাতিহা পরা নিয়ে আর আমি জানি এটা নিয়ে মতভেদ আছে। আমি হাদিস গুলো পরেছি আর জাহাঙ্গির স্যার সহ আরো বেশ কিছু হুজুর এর ভিডিও দেখার পর যতটুক বুঝেছি তা হল আমি যদি জেহেরি নামজে থাকি তখন ইমামের কিরাত শুনি তখন সুরা ফাতিহা পরি না আর যখন ইমামের কিরাত শুনা যায় না ( জোহর, আসর, আর মাগরিব+ এশার শেষ রাকাত) তখন সুরা ফাতিহা পরি যেন কুরানের আয়াত আর হাদিসের সমন্বয় করে নামাজ আদায় করতে পারি। আমার এ ভাবে ফাতিহা পরে সালাত আদায় করাটা কি সঠিক আছে কি না? আর যদি কোন ভুল থাকে দয়া করে জানাবেন। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও হাদীসের সমন্বয় আপনি নিজে নিজে করলে সেটা বিপজ্জনক হতে পারে। আপনাকে দেখতে হবে আপনার মত সমন্বয় কোন আলেম করেছেন কি না? এখন খোঁজ করুন এমন পান কিনা? আমার মনে হয় নিজে নিজে সমন্বয় না করে যে কোন একটা মত মেনে চলা অধিক নিরাপদ। আল্লাহ ভাল জানেন।