As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1938

হাদীস

প্রকাশকাল: 21 May 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শাইখের কাছে আমার একটা বিষয় জানার ছিল। আশা করি উত্তর পাব ইনশা আল্লাহ। মুহাম্মদ ইবনু হাকাম (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোগের মধ্যে সংক্রমণ নেই; শুভ-অশুভ লক্ষণ বলে কিছু নেই। পেঁচায় কুলক্ষণ নেই এবং সফর মাসে অকল্যাণ নেই। [বুখারী (ইফাঃ) – ৫৩৪৬]
এখানে রোগের মধ্যে সংক্রমণ নেই বলতে কি বুঝানো হচ্ছে?
জাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সে যুগে কিছু মানুষের বিশ্বাস অনেকটা এরকম হয়েছিল যে, রোগ নিজ ইচ্ছায় একজনের থেকে আরেক জনের কাছে যায়। রাসূলুল্লাহ সা. এই ধারণাকে ছুড়ে ফেলে দেয়ার জন্য বলেছেন রোগের মধ্যে সংক্রমণ নেই । আশা করি বুঝতে পেরেছেন।