As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1811

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 14 Jan 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম । অপবিত্র কাপড় ধোয়ার পর বড় বালতি থেকে অবশিষ্ট পানি (বালতি অর্ধপূর্ন ও উপরের অংশেও পানি ছিটকে পরে) ফেলে দেয়ার পর সেটিতে আবার পূর্ন করে পানিপূর্ন করলে সেই পানি কী পবিত্র? তা দিয়ে কী ওজু হবে? আর, লোহা, কাচ, প্লাষ্টিক, চামড়ার তৈরী কোন কিছুতে তরল নাপাকি লাগলে এবং পরবর্তীতে এমনিতে শুকিয়ে গেলে এগুলো কী পবিত্র হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অপিত্র পানি ফেলে দেয়ার পর সে পাত্রে পবিত্র পানি রাখলে সে পানি পবিত্র। সমস্যা নেই। লোহা, কাচ ইত্যাদী শক্ত জিনিসে না পাকি লাগলে ভাল করে মুছে ফেলতে হবে অথবো ধুয়ে ফেলতে হবে। শুধু রোদ্রে শুকালে পবিত্র হবে না।