আসসালামুআলাইকুম । অপবিত্র কাপড় ধোয়ার পর বড় বালতি থেকে অবশিষ্ট পানি (বালতি অর্ধপূর্ন ও উপরের অংশেও পানি ছিটকে পরে) ফেলে দেয়ার পর সেটিতে আবার পূর্ন করে পানিপূর্ন করলে সেই পানি কী পবিত্র? তা দিয়ে কী ওজু হবে? আর, লোহা, কাচ, প্লাষ্টিক, চামড়ার তৈরী কোন কিছুতে তরল নাপাকি লাগলে এবং পরবর্তীতে এমনিতে শুকিয়ে গেলে এগুলো কী পবিত্র হয়?