As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 167

জুমআ

প্রকাশকাল: 15 Jul 2006

প্রশ্ন

মুহতারাম আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: জুম্মার ফরজ নামাজের পুর্বকালে তাহিয়াতুল মসজিদ ছাড়া কাবলাল জুম্মা সুন্নাত নামাজ পড়তে হবে কি? জুম্মার ফরজ নামাজের পরে কত রাকাত সুন্নাত পড়তে হবে? বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে প্রবেশ করে বসার পূর্বে রাসূলুল্লাহ সা. দুরাকআত সালাত আদায় করতে বলেছেন। জুমুআর দিনেও এই দুরাকআত সালাত আদায় করতে হবে। তবে এই সালাত আদায় না করে জুমুআর সুন্নাত আদায় করলেও তা আদায় হয়ে যাবে। আর যদি মসজিদের মধ্যে না বসেই কেউ জুমআর সুন্নাত আদায় করে তাহলেও তার তাহিয়্যাতুল মসজিদ আদায় হয়ে যাবে বলে আলেমগণ বলেছেন।