As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 166

বিবিধ

প্রকাশকাল: 14 Jul 2006

প্রশ্ন

মুহতারাম। আস সালামু আলাইকুম। আমার প্রশ্নঃ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি অবগত। এই অবস্থায় কোন মহিলা কি মুখ ও হাতের কবজি পর্যন্ত খোলা রেখে পুরুষের সাথে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করতে পারবে? এতে করে কি পর্দা রক্ষা হবে? এভাবে চাকুরী করা কি জায়েজ হবে? বিস্তারিত জানালে খুশী হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একান্ত বাধ্য না হলে পুরুষদের মধ্যে কোনো অবস্থাতেই চাকরী করা ঠিক নয়। পোশাকের পর্দা ছাড়াও পর্দার একটি বড় দিক নারী পুরুষের একত্রে অবস্থান বর্জন করা। একান্ত বাধ্য হলেই শুধু নিজের পোশাকের পরিপূর্ণ পর্দাসহ চাকরী করবেন এবং সাথে সাথে পুরুষ সহকর্মীদের সাথে বা পাশে বসা ও তাদের সাথে খোশগল্প সম্পূর্ণ বর্জন করবেন। এরূপ গল্পগুজব ক্রমান্বয়ে অন্তর থেকে তাকওয়া দূর করে দেয়, এমনকি পারিবারিক জীবনও ভাল লাগে না; বরং কর্মস্থলে এসে গল্প করতেই অধিক ভাল লাগে। এগুলো মুমিন-মুমিনার জন্য অত্যন্ত কঠিন অবক্ষয়।