As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 165

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 Jul 2006

প্রশ্ন

একজন বড় ভাই তার ছোট ভাইকে সর্ব্বোচ্চ কোন স্তর পর্যন্ত শাসন করতে পারবে?

উত্তর

এটা মূলত পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে । পিতা যদি জীবিত থাকে তখন শাসন মূলত তার দায়িত্ব। পিতা যদি না থাকে আর বড় ভাই ছোট ভাইয়ের অভিভাবক হয় তাহলে শাসনের দায়িত্ব বড় ভাইয়ের উপর। মোটকথা কাগজে কলমে এটা লেখা সম্ভব নয়। অবস্থায় বলে দিবে বড় ভাই ছোট ভাইকে কতটুকু শাসন করতে পারবে।