আসছালামু আঁলাইকুম। এক লোকের জামাতা হঠাৎ মারা যায়। মৃত্যু ব্যক্তি একটি সংস্থায় কর্মরত ছিলেন। মৃত্যু ব্যক্তির সন্তান তথা পরিবারের ভরন পোষনের জন্য সংস্থা থেকেকিছুটাকার সঞ্চয় পত্র কিনে পোস্ট অফিসে রেখে দেন। ঐ টাকা দিয়ে শুধুমাত্র বাসা ভাড়া (২৩০০০) ও সন্তানদের লেখাপড়া চলে। এছাড়া ঐ পরিবোরের অন্য কোন আয় নেই। প্রশ্ন হলোঐভাবে তারা টাকা রাখতে পারবে কি না? যদি না পারে তাহলে তারা কিভাবে ব্যবস্থা নিতে পারে? উত্তর দিয়ে বাধিত করবেন।