As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1583

রোজা

প্রকাশকাল: 31 May 2010

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার পিতা গত দুই বছর যাবত প্যারালাইস্ট। তিনি মানষিক ভাবে সুস্থ কিন্তু শারীরিক ভাবে দুবল ও চলাফেরা করতে পারেন না। তিনি সওম পালনে অক্ষম। এখন তার সওম জন্য ইসলামে বিধান কি? কাফফারার বিধান আছে কি (গত সাওম গুলোতে এক জন রোজাদারের সেহরি ও ইফতারের খররচ দেওয়া হয়েছিল) কাফফারার বিধান থাকলে সেটি কিভাবে আদায় করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিনি প্রতিটি রোজার বিপরীতে একজন মিসকিনকে এক দিনের খাবার দিয়ে দিবেন। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ আর যাদের জন্য তা (রোজা) কষ্টকর হবে তাদের উপর আবশ্যক হলো ফিদিয়া দেয়া অর্থাৎ একজন মিসকিনকে খাবার খাওয়ানো। সূরা বাকারা, আয়াত নং ১৮৪। আশা করি বুঝতে পেরেছেন।