আসসালামু আলাইকুম, আমার চাকরির কারণে আমাকে সারা বছর ঢাকায় থাকতে হয়, মানে হচ্ছে আমি আমার বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে বসবাস করি। ২-১ বছর পর পর বাড়ি আসি এবং বাড়িতে সরবচ্চ ৫-৭ দিন অবস্থান করি। এখানে আমার প্রস্ন হচ্ছে যে আমি যখন বারিতে অবস্থান করব তখন কি নামাজ কছর হিসাবে আদায় করা যাবে অথবা স্বাভাবিক নিওমে পরলে কন সমসা আছে কি?