আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1498

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 মার্চ 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার চাকরির কারণে আমাকে সারা বছর ঢাকায় থাকতে হয়, মানে হচ্ছে আমি আমার বাড়ি থেকে ১২০ কিলোমিটার দূরে বসবাস করি। ২-১ বছর পর পর বাড়ি আসি এবং বাড়িতে সরবচ্চ ৫-৭ দিন অবস্থান করি। এখানে আমার প্রস্ন হচ্ছে যে আমি যখন বারিতে অবস্থান করব তখন কি নামাজ কছর হিসাবে আদায় করা যাবে অথবা স্বাভাবিক নিওমে পরলে কন সমসা আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিজ বাড়িতে অল্পদিনের জন্য হলেও স্বাভাবিক নিয়মে নামায পড়তে হবে। কসর করা যাবে না।