আসসালামু আলাইকুম। আমার নাম মাসুদ খান। আমার বয়স ১৯। আমি বিজ্ঞান বিভাগে কলেজে পড়ি। আমার কয়েকটি প্রশ্ন ছিল: ১. আমার বয়স ১৯ এই বয়সে দাড়ি কি আমাকে রাখতে হবেই? না কি এখন না-রাখলেও হবে। যদি না রাখলে হয় তাহলে কিভাবে কাটতে হবে? ব্লেড দিয়ে কাটবো না মেশিন দিয়ে কাটবো। ২. আমি ছোট বেলা থেকেই ইসলামিক আইনগুলো মানতে চেস্টা করি এমন কি আমি ১বছর যাবত সব ধরনের গান শুনা থেকে বিরত আছি। তো আল্লাহ তায়ালা আমাকে একটা সমস্যা দিয়েছেন সেটা হলো আমি ঘন ঘন বিছানায় পস্রাব করে ফেলি যেটা আমার জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। কোন নামাজ কালাম পড়তে পারি না আমার মনে হয় আমার জন্য আমার ঘরটাও নাপাক হয়ে যাচ্ছে। এখন আমার করণীয় কি? এভাবেই কি জীবনটা কাটাবো?
৩.আমি মনে হয় হানাফি কারন সবাই বলে। তো আমি সব আলেমদের বক্তব্য শুনে দেখলাম বুকে হাত বেধে নামাজ পড়া বেশি প্রমানিত। আমি কি হানাফি মাযহাবের পাশাপাশি বুকে হাত বেধে নামাজ পড়তে পারবো? কারন আমাকে কয়েকজন বললো, যেকোনো একটি মাযহাব নাকি মানতে হবে, তা না হলে না কি নামাজ হবে না।