السلام عليكم ورحمة الله وبركاته
০১:আমি ওষুধের ব্যবসা করতে চাই এবং সেবার উদ্দেশ্যে বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে চাই। এতে যদি কোন দোকানদার কাষ্টমার হারান তবে আমার গুনাহ হবে কিনা। ০২:জন্মবিরতিকরণ জাতীয় ওষুধ ও পণ্য বিক্রি করা হালাল কিনা?
০৩:একটা ওষুধের পেকেটে যা লেখা ঐটাই কি রাখতে হবে? নাকি ছাড় দেয়া যাবে?