আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1473

লেনদেন

প্রকাশকাল: 10 ফেব্রু. 2010

প্রশ্ন

السلام عليكم ورحمة الله وبركاته
০১:আমি ওষুধের ব্যবসা করতে চাই এবং সেবার উদ্দেশ্যে বেশি ছাড় দিয়ে ওষুধ বিক্রি করতে চাই। এতে যদি কোন দোকানদার কাষ্টমার হারান তবে আমার গুনাহ হবে কিনা। ০২:জন্মবিরতিকরণ জাতীয় ওষুধ ও পণ্য বিক্রি করা হালাল কিনা?
০৩:একটা ওষুধের পেকেটে যা লেখা ঐটাই কি রাখতে হবে? নাকি ছাড় দেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেশী ছাড় দিতে সমস্যা নেই। তবে বেশী ছাড় দিলে ব্যবসা শেষ পর্যন্ত না টিকার সম্ভাবনা থাকে। বাজার যেভাবে চলে সেভাবে ব্যবসা করলে স্থায়ীত্ব পাবেন। ২। এ জাতীয় ওষুধের ব্যবহার হারাম হালাল হওয়াটা ব্যবহার বা সেবনকারীর উপর বর্তায়। দোকানে বিক্রি করলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ৩। প্যাকেটের গায়ে যা আছে তা নিলে তো আর ছাড় দেয়া হবে না। অবশ্যই ছাড় দেয়া যাবে।