আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১। নামাজে (ফরজ, সুন্নাত, নফল সব নামাজেই ) সালাম ফেরানোর আগে কি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া . . ., রাব্বানা জালামনা আনফুসানা . . ., রাব্বির হামহুমা . . ., রাব্বি হুবলি মিনাস . . .,দুআ ইউনুস এই দুআ গুলো পড়া যাবে? মানে কুরআন হাদিস এর যেকোনো দুআ কি পড়তে পারি?
২। রুকু করার সময় দৃষ্টি কোথায় রাখতে হবে?
৩। আজকাল কিছু টিন আছে যেগুলা তে প্রাণীর ছবি থাকে যেমন মুরগি মার্কা, এরাবিয়ান হর্স ঢেউটিন ইত্যাদি, এগুলা দিয়ে যদি কেউ ঘরের চাল বানায় (অজ্ঞতা বসত অথবা দ্বীনের ব্যাপারে উদাসীন হবার করণে) তাহলে সেই ঘরে নামাজ পড়লে কি নামাজ হবে? এক্ষেত্রে সিলিং দিলে কি সমস্যার সমাধান হবে?
জাজাকাল্লাহ