আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1458

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 জানু. 2010

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ১। নামাজে (ফরজ, সুন্নাত, নফল সব নামাজেই ) সালাম ফেরানোর আগে কি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া . . ., রাব্বানা জালামনা আনফুসানা . . ., রাব্বির হামহুমা . . ., রাব্বি হুবলি মিনাস . . .,দুআ ইউনুস এই দুআ গুলো পড়া যাবে? মানে কুরআন হাদিস এর যেকোনো দুআ কি পড়তে পারি?
২। রুকু করার সময় দৃষ্টি কোথায় রাখতে হবে?
৩। আজকাল কিছু টিন আছে যেগুলা তে প্রাণীর ছবি থাকে যেমন মুরগি মার্কা, এরাবিয়ান হর্স ঢেউটিন ইত্যাদি, এগুলা দিয়ে যদি কেউ ঘরের চাল বানায় (অজ্ঞতা বসত অথবা দ্বীনের ব্যাপারে উদাসীন হবার করণে) তাহলে সেই ঘরে নামাজ পড়লে কি নামাজ হবে? এক্ষেত্রে সিলিং দিলে কি সমস্যার সমাধান হবে?
জাজাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ,কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ পড়তে পারবেন। ২। রুকুর সময় এবং সকল সময় সাজদার স্থানে দৃষ্টি রাখবেন। হাদীসে এমন ইঙ্গিত পাওয়া যায়। সহীহ ইবনে খুযায়মা, হাদীস নং 3012। ৩। নামায হবে তবে ছবিগুলো মুছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।