আসসালামু আলাইকুম। আমার পরিবার থেকে আমাকে কোনদিন নামাজ পড়াও শিখাইনি। ইসলাম সম্পর্কে যা শিখেছি তা সম্পুর্ন আল্লাহর ইচ্ছায়। দীর্ঘদিন যাবত পাচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। এখন আমি অনার্স ২য় বর্ষে পড়াশোনা করি। মাঝে মাঝে আপনাদের আস সুন্নাহ ট্রাস্টের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাই। কিন্তু এখানকার ছাত্রদের দেখে আমার খুব আফসোস হয়। কেন আমি এদের মত হতে পারলাম না? এই আফসোস আমাকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। কি করব বুঝতে পারছিনা। এখন খুব খুব মনে চায় একজন ভালো আলেম হতে। কিন্তু এখন কি তা সম্ভব?