আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1112

ঈমান

প্রকাশকাল: 14 ফেব্রু. 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার পরিবার থেকে আমাকে কোনদিন নামাজ পড়াও শিখাইনি। ইসলাম সম্পর্কে যা শিখেছি তা সম্পুর্ন আল্লাহর ইচ্ছায়। দীর্ঘদিন যাবত পাচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। এখন আমি অনার্স ২য় বর্ষে পড়াশোনা করি। মাঝে মাঝে আপনাদের আস সুন্নাহ ট্রাস্টের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাই। কিন্তু এখানকার ছাত্রদের দেখে আমার খুব আফসোস হয়। কেন আমি এদের মত হতে পারলাম না? এই আফসোস আমাকে দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। কি করব বুঝতে পারছিনা। এখন খুব খুব মনে চায় একজন ভালো আলেম হতে। কিন্তু এখন কি তা সম্ভব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার ইচ্ছাটা খুবই ভাল ও কল্যানকর। আপনার ইচ্ছা পূরণ অসম্ভব নয়। তবে সবার যে আলেম হতে হবে বিষয়টি এরকমও নয়, আপনি আপনার জায়গায় থেকে ইসলামের খেদমত করতে পারেন। আপনি যেহেতু আমাদের মসজিদে মাঝে মধ্যে জুমুআর নামায পড়নে তাই আপনার জন্য উচিৎ হলো আমাদের খতীব সাহেব তথা আস-সুন্নাহ ট্রাস্টের হাদীস বিভাগের প্রধান শায়খ জাকারিয়া বিন আব্দুল ওয়াহহাব এর সাথে দেখা করে তার পরামর্শ নেয়া। আশা করি আপনি সঠিক পথের সন্ধান পাবেন। আমরা দুআ করি আল্লাহ যেন আপনাকে দীনের দায়ী হিসাবে কবুল করেন।