আস-সালামু আলাইকুম। আমি একজনের বাসায় ভাড়া থাকি। সেই বাসার বারিওয়ালা আমার আব্বুর থেকে এক লাক টাকা চেয়েছেন এবং বলেছেন যতদিন উনি আমার আব্বুকে টাকা পরিশোধ না করেন ততদিন আমাদের থেকে রুম ভাড়া নিবেন না। যদি রুম ভাড়া না দেই তাহলে কি আমার আব্বুর জন্য সেটা সুদ হবে? আর যদি আমার আব্বু রুম ভাড়া সম্পুর্ন না দিয়ে প্রতি মাসে অল্প কিছু টাকা দেয় রুম ভাড়ার পরিবর্তে তাহলেও কি সেটা সুদ হবে?