আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6619

হালাল হারাম

প্রকাশকাল: 25 ডিসে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজনের বাসায় ভাড়া থাকি। সেই বাসার বারিওয়ালা আমার আব্বুর থেকে এক লাক টাকা চেয়েছেন এবং বলেছেন যতদিন উনি আমার আব্বুকে টাকা পরিশোধ না করেন ততদিন আমাদের থেকে রুম ভাড়া নিবেন না। যদি রুম ভাড়া না দেই তাহলে কি আমার আব্বুর জন্য সেটা সুদ হবে? আর যদি আমার আব্বু রুম ভাড়া সম্পুর্ন না দিয়ে প্রতি মাসে অল্প কিছু টাকা দেয় রুম ভাড়ার পরিবর্তে তাহলেও কি সেটা সুদ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টাকা কর্য দিয়ে তার বিপরীতে এমন আর্থিক সুবিধা না নিলে তা সুদ হিসিবে গণ্য হবে। সুতরাং বাড়ি ভাড়া দিয়ে যেতে হবে। একদম না দিলে সেটা স্পষ্ট সুদ হবে। আর যদি বাড়িওয়ালার সাথে পরামর্শ করে একটু কম দেয় তাহলেও সেটা ‍অনুচিত কাজ হবে, তবে না জায়েজ হবে না। নামমাত্র ভাড়া দেয়ার কোন কৌশল অবলম্বন করা যাবে না।