As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5762

যাকাত

প্রকাশকাল: 8 Nov 2021

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার প্রশ্ন- আমি সামান্য বেতনে (২০,০০০/-) একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি করি। আমার নিজস্ব স্থায়ী বা আস্থায়ী সম্পত্তি কিছুই নেই। আমার দুটি সন্তান আছে। যথাক্রমে ৪.৫ ও ১.৮ বছরের। আমরা চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকি, বাসা ভাড়া বাবদ ৯,৫০০/- টাকা খরচ হয়। আমার স্ত্রী-এর ব্যাংকে একাউন্টে নিসাব পরিমান তার নিজস্ব টাকা রয়েছে। এমতাবস্থায় সে কি তার যাকাতের টাকা আমাকে দিতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনি আপনার স্ত্রীর যাকাতের টাকা নিতে পারবেন না।