As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5761

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 Nov 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমার বয়স ২১। আমার ৪ বছরের একটা ছেলে আছে এখন আমি প্রেগন্যান্ট ৪৭ দিনের… আমার হাজবেন্ড বাহিরে যাবেন, তার জন্য অনেক টাকা ঋন করেছি। এমতাবস্থায় আমার বয়স ও পারিবারিক সমস্যার জন্য যদি বাচ্চা না রাখার জন্য ঔষধ গ্রহন করি তাহলে কি আমার গুনাহ হবে…?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বয়স ও পারিবারিক সমস্যার জন্য সন্তান নষ্ট করা যাবে না। যদি এই সন্তানের কারণে আপনার বড় ধরণের শারীরিক সমস্যা হতো, জীবনে বাঁচানোর স্বার্থে কোন অভিজ্ঞ ডাক্তার সন্তান না রাখার সিদ্ধান্ত দেন তাহলে কেবল সন্তান নষ্ট করতে পারেন। আপনার এমন কোন সমস্যা হয় নি, সুতরাং সন্তান নষ্ট করতে পারবেন না।