As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5671

বিদআত

প্রকাশকাল: 9 Aug 2021

প্রশ্ন

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আমার প্রশ্ন হল – “দ্বীনি বৈঠক (তা’লিম) শেষে সবাই মিলে এক সাথে হাত তুলে দোয়া করা কি বিদআত? দয়া করে জানিয়ে উপকৃত করবেন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বিদআত হবে না, অবশ্যক না মনে করে মাঝে মধ্যে একসাথে দুআ করা জায়েজ। তবে হাদীস বর্ণিত বৈঠক শেষের দুআ পড়া সুন্নাত। দুআ পড়ার আমল করা সর্বোত্তম।