আসসালামুয়ালাইকুম, শায়েখ আমার প্রশ্ন হল, আমাদের পান্জেগানা মসজিদ যেখানে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি জুমা আন্য মসজিদে পড়ি। আমাদের ইমাম একটি ইন্সুরেন্স কম্পানির ক্যাশিয়ার, এখন কথা হচ্ছে তার পিছনে নামাজ পড়লে কি নামাজ বাতিল হয়ে যাবে? না কি আমাদের নামাজ আদায় হয়ে যাবে? দয়া করে উওর দিবেন। জাযাকাল্লাহ