As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5493

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 Feb 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন যাকাত সংক্রান্ত। আমার কাছে ৩০ লক্ষ টাকা আছে, যা আমি একটি ইসলামী ব্যাংকে এমটিডি আর হিসেবে রেখে লভ্যাংশ গ্রহণ করি, এটিই যদি আমার একমাত্র আয়ের উৎস হয় সেক্ষেত্রে আমি যদি প্রথম বছরে যাকাত আদায় করি, এরপরেও কি যাকাত দিতে হবে? যদি হ্যাঁ হয় তাহলে আমি কি প্রতি বছরের লভ্যাংশ হিসেব করে সেই পরিমাণের উপর যাকাত দিব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যাংকে রাখা ৩০ লাখ টাকা এবং তার লভ্যাংশ, এই পুরোটার উপর প্রতি বছর যাকাত দিতে হবে। মোট টাকার শতকারা আড়াই টাকা হিসেবে যাকাত দিতে হবে। ৩০ লক্ষ টাকার যাকাত আসবে ৭৫ হাজার টাকা। সাথে লভ্যাংশের যাকাতের টাকা যুক্ত করে প্রতি বছর যাকাত দিবেন। এটি আপনার একমাত্র আয়ের উৎস হলেও টাকা হওয়ার কারণে প্রতি বছর যাকাত দিতে হবে।