As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5443

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Dec 2020

প্রশ্ন

আসসালামু আলায়কুম। আমার বড় আব্বা (আমার দাদার বাবা) ৩-৩.৫ বিঘা জমি মাদ্রাসা করার জন্য দিয়ে গেছিল অন্য গ্রামের মানুষের। তারা মাদ্রাসা করে নি। কিন্তু সেই জমি লিস দিয়ে বছরে ৬ হাজার টাকা মসজিদে দেই। এখন আমার দাদার ছেলেরা (আমার চাচারা ও বাবা) এই জমি দখল করে ভোগ করতে পারবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার বাপ-চাচারা তা ভোগ দখল করতে পারবেন না। তবে মাদ্রাসার করার জন্য তাদের তাগিদ দিতে পারেন।