As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5444

যাকাত

প্রকাশকাল: 25 Dec 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার সাড়ে সাত ভরির বেশি স্বর্ণ আছে। আমি যদি তা থেকে ০২ বা ০৩ ভরি স্বর্ণ (বলতে পারেন আমি নেসাবের কম স্বর্ণ আমার কাছে রাখতে চাই) আমার সদ্য ভূমিষ্ট মেয়েকে একবারে দান করে দিই। আমি সেই স্বর্ণের কোন দাবিদার নই বা আমি কখনও ব্যবহার করবো না। সে বড় হলে ব্যবহার করবে বা যা ইচ্ছা তাই করবে। সেক্ষেত্রে আমি এই কাজ করতে পারি কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি আপনার মেয়েকে দান করতে পারবেন। তবে শুধুমাত্র যাকাত দেওয়ার ভয়ে এমন কাজ করা অনুচিত।