As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5260

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Jun 2020

প্রশ্ন

বাবা কি চাইলে তার কোন ছেলে কে কম জমি দিয়ে অন্য সন্তান দের বেশি জমি দিতে পারবে? এ ব্যাপারে শরিআহ কি বলে?

উত্তর

জীবিত অবস্থায় স্থাবর সম্পত্তি কোন শরীককে লিখে দিবে না।এভাবে সম্পদ লিখে দিলে ওয়ারিশরা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়, তাই ওয়রিশদের জন্য সম্পদ লিখে দেয়া যাবে না। যদি ওয়রিশ বাদে অন্য কারো কিছু সম্পদ দিতে চান তাহলে লিখে দিতে পারেন।