As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5261

ঈমান

প্রকাশকাল: 25 Jun 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন ছিল। হাদীসে আছে জিনার সময় ঈমান উঠিয়ে নেওয়া হয় (এইখানে অবৈধ যৌণ সম্পর্ক বুঝাচ্ছে)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, অবৈধ যৌণ সম্পর্ক আর অবৈধ যৌণ সম্পর্ক বাদে কথিত প্রেমেরে সম্পর্ক গুনাহের দিকে দিয়ে দুটো এক না। তবে উভয়টি হারাম। যে মুহুর্তে অবৈধ যৌণ সম্পর্কে লিপ্ত সে সময় তাদের ঈমান উঠিয়ে নেয়া হয়, অন্য সময় তারা ঈমানদার হিসেবে গণ্য। সবার ইবাদত কবুল হবে। আশা করি বুঝতে পেরেছেন।