আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আল্লহ ব্যবসাকে হালাল করেছেনে এবং সুদ হারাম করেছেন। আমি একটি নতুন ব্যবসায় নামতে চাচ্ছি কিন্তু সেখানে সুদের কারবার চলে আসে কিনা এ নিয়ে চিন্তিত। ব্যবসাটা এরকমঃ কোনো একটা ই-কমার্স সাইটে বিভিন্ন পণ্য বাজার দামের চাইতে প্রায় অর্ধেক কমে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আগে টাকা দিতে হয় এবং তারা পণ্য দিতে কখনো কখনো ৩/৪/৫/৬/৭ মাসও দেরি করে। আমি হোন্ডা কিনতে চাই। অর্ধেক দামে সেগুলো কিনে কিছুটা বেশি দামে তা বিক্রি করবো। কিন্তু এই বাইকগুলো দিতে ৩ থেকে ৭ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার সমস্যা হলো কেউ যদি এতদিন অপেক্ষা করতে না চায় তাহলে উক্ত ব্যক্তি চাইলে ওই প্রতিষ্টান ব্যাংক চেক দিয়ে দেয়। এই চেকটা অফারের দামের চেক নয়, বাজার মূল্যের চেক। অর্থ্যাৎ কেউ যদি অফারে ১ লাখ টাকা দামে হোন্ডা কিনে, ৫/৬/৭ মাস পর সে চাইলে তাকে বাজার মূল্য অর্থাৎ প্রায় ২ লাখ টাকার চেক দিয়ে দেয়। ফলে সে বাইক পেলেও তার বিক্রি করে লাভ হয় আর বাইক না পেলেও তার আরো বেশি লাভ হয়। বেশি লাভ হয় ঠিক আছে, কিন্তু এখানে এটা কি সুদের অন্তর্ভূক্ত হবে? কারণ আমার ধারণা তারা আসলে আমাদের থেকে অগ্রীম টাকা নিয়ে এই কয়েকমাস অন্য কোথাও ইনভেস্ট করে এবং তা থেকে অর্জিত লভ্যাংশ দিয়ে আমাদের এরকম অফার দেয়। কেউ একজন ১ কোটি টাকা ইনভেস্ট করে বাইক নেয়া ছাড়াই চেক নিয়ে ৬০ লক্ষ টাকা লাভ পেয়েছে। আমার প্রশ্ন হলোঃ
১) এ পদ্ধতিতে ব্যবসা জায়েজ হবে কিনা?
২) ৫/৬/৭ মাস টেনশান নিয়ে ধৈর্য্যে ধরার পর ব্যাংক চেক নিলে, টাকার বদলে টাকা নিলে সেটা কি সুদের অন্তর্ভূক্ত হবে?