১। আমি একজন সফটওয়্যার ডেভেলপার, নিকট অতীতে দুইটি সফটওয়ার বানিয়েছিলাম যার একটি বিদেশি একটি হোটেলে মদের বারে ব্যবহার করা হচ্ছে (প্রতিষ্টানের সব পণ্যের তথ্য রাখা/দেখা এমন) = এই উপার্জন হালাল কিনা? আরেকটি সফটওয়্যার আমার মতে হারাম (অনলাইন ডেটিং টাইপ), কিন্তু টাকার প্রয়োজন থাকায় এবং অন্য কাজ না থাকায় নিতে বাধ্য হই। ২। এখন আমি যে পরিমাণ উপার্জন এখান থেকে করেছি, সে পরিমাণ টাকা যদি দান করে দেই সওয়াবের আশা না রেখে, এতে কি মাফ পাবো?