আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4899

হালাল হারাম

প্রকাশকাল: 29 জুন 2019

প্রশ্ন

১। আমি একজন সফটওয়্যার ডেভেলপার, নিকট অতীতে দুইটি সফটওয়ার বানিয়েছিলাম যার একটি বিদেশি একটি হোটেলে মদের বারে ব্যবহার করা হচ্ছে (প্রতিষ্টানের সব পণ্যের তথ্য রাখা/দেখা এমন) = এই উপার্জন হালাল কিনা? আরেকটি সফটওয়্যার আমার মতে হারাম (অনলাইন ডেটিং টাইপ), কিন্তু টাকার প্রয়োজন থাকায় এবং অন্য কাজ না থাকায় নিতে বাধ্য হই। ২। এখন আমি যে পরিমাণ উপার্জন এখান থেকে করেছি, সে পরিমাণ টাকা যদি দান করে দেই সওয়াবের আশা না রেখে, এতে কি মাফ পাবো?

উত্তর

ভুল তো করে ফেলেছেন, এখন ঐ টাকাগুলো গরীব মানুষদের দিয়ে দিয়ে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন।