As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4791

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 13 Mar 2019

প্রশ্ন

আমার প্রশ্নটি পবিত্রতা সংক্রান্ত। ইস্তেন্জার সময় কাপড়ে পশ্রাব অথবা সপ্নদোষের দরুন বীর্য কাপড়ে লাগলে সম্পুর্ন কাপড় নাকি শুধু ওই স্থানটুকু ধৌত করতে হবে? আর যদি পশ্রাব অথবা বীর্য শুকিয়ে যায় তবে কী কাপড় পবিত্র হয়ে গেল অর্থাৎ আর ধৌত করার প্রয়োজন নেই?
এবং ফরজ গোসলের সময় কী কাপড় পরিধান করে গোসল করা ফরজ? যদি চার দেয়ালে আবৃত বাথরুম হয়ে থাকে তবেও কি কাপড় না পড়লে ফরজ গোসল হবে না?
সম্ভব হলে রেফারেন্স সহযোগে দিন** ধন্যবাদ

উত্তর

পেশাব বা বীর্জ শুকিয়ে গেলে কাপড় বা শরীর পবিত্র হয়ে যায় না। শরীর বা কাপড়ের যে স্থানে পেশাব, বীর্জ বা নাপাকি লাগবে সেই স্থানটুকু শুধু ধুয়ে পবিত্র করতে হবে। প্রতিটি হাদীসের কিতাবের পবিত্রতার অধ্যায়ে এই বিষয়ে হাদীস আছে। চার দেয়ালে আবৃত স্থানে কাপড় পরে গোসল করা ফরজ নয়। তবে ভালো।