As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4790

বিতর

প্রকাশকাল: 12 Mar 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম
শায়েখ, আমি বিতর নামাজ কখনো এশার নামাজের সাথে পড়ি, কখনো ঘুমানোর আগে পড়ি আবার কখনো শেষ রাত্রে তাহাজ্জুদের সাথে পড়ি। এভাবে পড়লে কি সমস্যা আছে?
আর তাহাজ্জুদের পরে পড়ার জন্যে ঘুমিয়ে গেলে হঠাৎ কোনদিন ঘুম ঠেকে উঠে দেখি ফজর এর ওয়াক্ত শুরু হয়েছে তখন বিতর নামাজটা কখন পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিতর নামায প্রথম বা শেষ রাতে পড়তে কোন সমস্যা নেই। ফজরের ওয়াক্ত হয়ে গেলে আর বিতর পড়ার আর সুযোগ থাকে না।