আসসালামুআলাইকুম। উত্তরটা দিলে খুব উপকৃত হতাম। যদি কোন সুপার শপের জন্য বিলিং সফটওয়্যার বানানো হয় যাতে হারাম কিছু থাকবে না কিন্তু পন্য এর ছবি যুক্ত করতে হয় যার বিপরীতে দাম বিবরণ থাকে। এখন পণ্যের গায়ে/প্যাকেটে যদি কোন মেয়ের ছবি থাকে(বিদ্রঃছবি শুধু যে হিসাব করবে তার কাছেই দৃশ্যমান। এমন সফটওয়্যার বানানোর পারিশ্রমিক নিতে কি কোন সমস্যা আছে। পন্য হালাল কিন্তু গায়ে/প্যাকেটে মেয়েদের ছবি থাকলে তা ব্যবহার বা বিক্রির হুকুম কি।