আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4549

সুন্নাত

প্রকাশকাল: 14 জুলাই 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম। উত্তরটা দিলে খুব উপকৃত হতাম। যদি কোন সুপার শপের জন্য বিলিং সফটওয়্যার বানানো হয় যাতে হারাম কিছু থাকবে না কিন্তু পন্য এর ছবি যুক্ত করতে হয় যার বিপরীতে দাম বিবরণ থাকে। এখন পণ্যের গায়ে/প্যাকেটে যদি কোন মেয়ের ছবি থাকে(বিদ্রঃছবি শুধু যে হিসাব করবে তার কাছেই দৃশ্যমান। এমন সফটওয়্যার বানানোর পারিশ্রমিক নিতে কি কোন সমস্যা আছে। পন্য হালাল কিন্তু গায়ে/প্যাকেটে মেয়েদের ছবি থাকলে তা ব্যবহার বা বিক্রির হুকুম কি।

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। মেয়েদের ছবি বসানো কাজটি কোন ভাবেই জায়েজ হতে পারে না। সুতরাং আপনি হারামটুকু বাদ দিয়ে কাজ করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ তায়ালা আপনাকে স্বচ্ছ ও সুন্দর হালাল কর্মের ব্যবস্থা করে দিন।