আমার প্রশ্ন হলো কাপড়ে/শরীরে নাপাকি লাগলে তিন বার ধুতে বলা হয়। তিন বার ধোয়া লাগবে না একবার ধুলে হবে?কাপড়ের উপরে নাপাকি লাগলে কি শরীরে লাগে?কাপড়ে বা শরীরে নাপাকি লাগলে ধুয়ে ফেললে তো সেই পানি কাপড় বা শরীরের পাক জায়গায় যায় সে ক্ষেত্রে কি করব?যে বস্তুুর নাপাক শোষন ক্ষমতানে নেই তা কি শুকনো কাপড় দিয়ে মুছলে হবে নাকি ভেজা কাপড় দি মুছতে হবে ধুতে হবে?
আমি পাক নাপাক নিয়ে খুবই সন্দেহের স্বীকার। খুবই ভয় পাই। ।