আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4548

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 13 জুলাই 2018

প্রশ্ন

আমার প্রশ্ন হলো কাপড়ে/শরীরে নাপাকি লাগলে তিন বার ধুতে বলা হয়। তিন বার ধোয়া লাগবে না একবার ধুলে হবে?কাপড়ের উপরে নাপাকি লাগলে কি শরীরে লাগে?কাপড়ে বা শরীরে নাপাকি লাগলে ধুয়ে ফেললে তো সেই পানি কাপড় বা শরীরের পাক জায়গায় যায় সে ক্ষেত্রে কি করব?যে বস্তুুর নাপাক শোষন ক্ষমতানে নেই তা কি শুকনো কাপড় দিয়ে মুছলে হবে নাকি ভেজা কাপড় দি মুছতে হবে ধুতে হবে?
আমি পাক নাপাক নিয়ে খুবই সন্দেহের স্বীকার। খুবই ভয় পাই। ।

উত্তর

কাপড়ের উপরে নাপাকী লেগে শরীর পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে শরীর নাপাকা হবে, অন্যথায় হবে না। কাপড় বা শরীরের নাপাকী ধোয়ার সময় খেয়াল করবেন যেন নাপকী ধোয়া পানি শরীর বা কাপড়ের অন্য স্থানে না লাগে। লাগলে, যেখানে লাগবে সেখানেও ধৌত করতে হবে। নাপাক শোষন ক্ষমতানে নেই তা শুকনো / ভেজা যে কোন কাপড় বা বস্তু দিয়ে মুছলেই হবে।৩ বার ধোয়া সুন্নাত। একবার ধুলেই হবে, তবে কাপড়ে নাপাকী নেই এটা নিশ্চিত হতে হবে। ৩বারেও যদি নিশ্চিত না হন তাহেলে যতক্ষন নিশ্চিত না হন ততক্ষন ধৌতি করতে হবে। এই নিয়ে বেশী চিন্ত করবেন না। তাহলে শয়তান আপনাকে পেয়ে বসবে, আপনার ইবাদতে সমস্যা সৃষ্টি করবে।