As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3981

সালাত

প্রকাশকাল: 23 Dec 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মুহতারাম,
০১) জামাতে কোন রাকআত ছুটে গেলে, ইমাম সাহেব সালাম ফেরানোর ঠিক কোন সময়ে সেই মুক্তাদিরের জন্য উঠে দাড়ানো সুন্নাহসম্মত? এক্ষেত্রে উঠে দাড়ানোর সময় কোন কিছু পড়তে হবে (যদি কোন দুআ পড়তে হয়, সেএক্ষেত্রে মাসনুন দুআ কী?) না চুপচাপ দাঁড়িয়ে যাওয়াই সুন্নাহসম্মত? ০২) জামাতে কোন রাকআত ছুটে গেলে ঐ মুক্তাদির যদি ইমামের সাথে ভুলে সালাম ফিরিয়ে ফেলে তবে তার জন্য সুন্নাহ অনুসারে কী করণীয়?
আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেবের দুদিকে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলে উঠে যাবেন, অন্য কোন দুআ পড়তে হবে না। ২। কোন সমস্যা নেই। আল্লাহু আকবার বলে স্বাভাবিক নিয়মে নামায শেষ করবে। সাজদায়ে সাহু দেয়া লাগবে না। ।