As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3980

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 Dec 2016

প্রশ্ন

তওবা কবুলের শর্ত কয়টি ও কি কি? তওবা করার পর এরকমটা মনে হয় যেন আল্লাহ তালা আমাদের তওবা গ্রহণ করেন নাই সেটা কেন এমনটা হয় এর বিস্তারিত উত্তর দেওয়ার জন্য অনুরোধ রইল

উত্তর

ভষিষ্যতে পাপকাজে লিপ্ত না হওয়ার দৃঢ় ইচ্ছা করে পাপকাজের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে অবশ্যই আল্লাহ গ্রহণ করবেন। করবেন না এই ভাবনা শয়তানের পক্ষ থেকে এসে থাকে।