নামাযের নিয়ত সম্পর্কে আনি আগে জানতাম নামাজের নিয়ত করতে হয়। কিন্তু এখন বিভিন্ন আলেমদের বক্তব্যের মাধ্যমে জানাতে পারলাম নামাজের কোন নিয়ত উচ্চারণ করতে হবে না শুধু অন্তরের নিয়তই যতেষ্ঠ । আমার প্রশ্ন হল যেমন ধরন ফরজ নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? ছুন্নান নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? ছুন্নান নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? তারাবির নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? শবে কদরের নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? জানাজার নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হব।