আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3786

নামায

প্রকাশকাল: 11 জুন 2016

প্রশ্ন

নামাযের নিয়ত সম্পর্কে আনি আগে জানতাম নামাজের নিয়ত করতে হয়। কিন্তু এখন বিভিন্ন আলেমদের বক্তব্যের মাধ্যমে জানাতে পারলাম নামাজের কোন নিয়ত উচ্চারণ করতে হবে না শুধু অন্তরের নিয়তই যতেষ্ঠ । আমার প্রশ্ন হল যেমন ধরন ফরজ নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? ছুন্নান নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? ছুন্নান নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? তারাবির নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? শবে কদরের নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? জানাজার নামাজের সময় অন্তরে কি চিন্তা করে নিয়ত করব? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ফরজ নামাযের সময় কোন ওয়াক্তের ফরজ পড়ছেন, ইমাম হলে ইমামতির বিষয়টি হৃদয়ের ভিতর নিয়ে আসবেন। ওয়াক্তের সুন্নাতের ক্ষেত্রে ঐ ওয়াক্ত এবং সুন্নাতের বিষয়টি হৃদয়ে নিয়ে আসবেন। অন্যান্য ক্ষেত্রে শুধু সুন্নাত নামায এতটুুকু হৃদয়ে নিয়ে আসলেই হবে। প্রয়োজনে 01762629405 এই নাম্বারে এশার পর ফোন করবেন।