As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3699

শিরক-বিদআত

প্রকাশকাল: 16 Mar 2016

প্রশ্ন

আসসালামু আলাইয়াকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন আপনরা। আশা করি পুরোটা পরবেন। আমার প্রশ্নটা হলো প্রায় কয়েক বছর আগে আমার দুলা ভাই আর আমার বোন একটি মাজারে যাবে.
ওরা আমাকে ওদের সাথে যায়তে বলে আমি কিন্তুু মাজার পছন্দ করি না আমি জানি যে মাজার থেকে কিছু চাওয়া শিরক সেজদা দেওয়া শিরক। দুলা ভাই বলছে যেয়ারতে যাবে তাও এই যেয়ারত আমি ওগুলো পছন্দ করি না। তাপর ও তাদের সাথে আমার যাওয়া হয় আমি ওখানে মসজিদে নামায পরলাম তার পর মাজারে ভিতরে মানে কবর টা মাজারে লোক গুলো যেটাকে রওজা বলে আমি সেখানে ভিতরে ডুকি ওখানে যারা আছে তারা মিলাদ পরতেছে (বিদাতি কাজ করতেছে)
তার পর আমি তাদের সাথে দারিয়ে আছি ওরা মিলাদ শেষে বসে মুনাজাত ধরলো তার আমিও বসলাম মুনাজাত শেষে সবাই যে কবরটা আছে তার গেরওয়া দেয়া গিরিল মানে যে রট গুলো আছে সেগুলো হাতে ধরে চুমু খাচ্ছে আমার দুলা ভাই চুমু খেয়েছে তাদের দেখে আমি তা করে পেললাম মানে হাতে ধরে চুমু খেয়লাম। চুমু টা খেয়ে আমি কেমন হয় গেলাম মানে আমি ভাবতেছি এটা আমি কি করলাম আমি জানি যে এটা গুনাহ আমি কি করলাম কিন্তু আমি মাজার থেকে কিছু চাইনি এবং আমি সেজদা দেয়নি এখন আমার কথাটা হলো যে আমি ভুলে যে চুমু টা খেয়েছি ওইটা কি শিরক হবে। আশা করি উওর টা দিবেন ধন্যবাদ আর আমি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর বড় শ্রদ্ধা করি আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাজার চুমু খাওয়া কোন ভালো কাজ নয়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর ভবিষ্যতে এমন কাজ করবেন না।