As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3700

হালাল হারাম

প্রকাশকাল: 17 Mar 2016

প্রশ্ন

আমরা জানি বসবাসের জন্য যে বাসা তার দাম যাকাতের হিসাবে আসবে না। আমি সরকারী চাকরী করি। বসবাসের কোন বাসা নাই । ভাড়া বাসায় থাকি। নিজে বসবাসের জন্য বাড়ী করার /বাড়ীর জায়গা কেনার উদ্দেশ্যে মাসে কিছু টাকা ইসলামী ব্যাংকের নিজস্ব সঞ্চয়ী হিসাবে জমা করছি। প্রশ্ন হল এই জমাকৃত টাকা যাকাতের নেসাবের হিসাবে আসবে কি না? এই টাকা জমানোর অন্য কোন উদ্যেশ্য নাই।

উত্তর

জ্বী, বাড়ি করার আগ পর্যন্ত এই টাকার যাকাত দিতে হবে। আপনি কোন চিন্তা না করে আল্লাহর সনন্তুষ্টির জন্য বিনা বাক্যে যাকাত দিবেন, অবশ্যই আল্লাহ বরকত দান করবেন, টাকা-পয়সা আরো বাড়িয়ে দিবেন।