আসসামুয়ালাইকুম। দেশের বাহিরে অবস্থান করার সময় একজন মেয়ের সাথে আমার পরিচয় হয়। জন্মগত ভাবে সে খ্রিষ্টান সম্প্রদায়ের হলেও আমার সাথে পরিচয়ের পর সে ইসলাম গ্রহণ করে। বেশ কয়েকটি সূরাও জানে। স্বার্বিক ভাবে বলতে গেলে প্র্যাকটিসিং মুসলিম। যদিও আমরা একে অন্যের প্রতি কমিটেড ছিলাম যে আমরা বিয়ে করবো, কিন্তু আমার বাবা মা এই বিয়েতে রাজী নন। অনেক চেষ্টা করেও তাদেরকে রাজী করাতে পারিনি। এক্ষেত্রে আমার করণীয় কি? বাবা মায়ের একমাত্র ছেলে হয়ে তাদের বিরদ্ধে যাবো, নাকি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করা মেয়েটার বিরুদ্ধে অবস্থান করবো?