আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3564

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 নভে. 2015

প্রশ্ন

আসসামুয়ালাইকুম। দেশের বাহিরে অবস্থান করার সময় একজন মেয়ের সাথে আমার পরিচয় হয়। জন্মগত ভাবে সে খ্রিষ্টান সম্প্রদায়ের হলেও আমার সাথে পরিচয়ের পর সে ইসলাম গ্রহণ করে। বেশ কয়েকটি সূরাও জানে। স্বার্বিক ভাবে বলতে গেলে প্র্যাকটিসিং মুসলিম। যদিও আমরা একে অন্যের প্রতি কমিটেড ছিলাম যে আমরা বিয়ে করবো, কিন্তু আমার বাবা মা এই বিয়েতে রাজী নন। অনেক চেষ্টা করেও তাদেরকে রাজী করাতে পারিনি। এক্ষেত্রে আমার করণীয় কি? বাবা মায়ের একমাত্র ছেলে হয়ে তাদের বিরদ্ধে যাবো, নাকি ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করা মেয়েটার বিরুদ্ধে অবস্থান করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি প্রথমে স্থানীয় কোন ভাল আলেমকে দিয়ে বিষয়টি আপনার পিতা-মাতাকে বুঝানোর ব্যবস্থা করবেন। আশা করি তিনি আপনার পিতা-মাতাকে একজন অমুসলিমেকে মুসলিম বানানোর গুরুত্ব বুঝাতে সক্ষম হবেন ।ইসলাম গ্রহনের জন্য ইসলামের সৌন্দর্য অন্য ধর্মের মানুষের সামনে তুলে ধরতে হবে। আর ইসলামকে হৃদয়ের ভিতর না প্রবেশ করিয়ে অন্য কোন প্রতিশ্রুতির কারণে ইসলাম গ্রহন করলে, সেই প্রতিশ্রুতি পূর্ণ না হলে পরর্তীতে ইসলাম ছেড়ে পুরোনো ধর্মে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে। যে ভাবেই ইসলামের ভিতর আসুক, ইসলাম অনুযায়ী চলতে থাকলে তার ভিতর ইসলামের ভালবাসা আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। সুতরাং ইসলামের স্বার্থে তাকে বিয়ে করা উচিৎ। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন এই বিষয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার তাওফীক নেন।