আসসালামু আলাইকুম। আমি এক বাড়িয়ায়ালার সাথে এ রকম কন্টাক্ট করেছি যে, বাড়িয়ালাকে আমি অ্যাডভান্স দুই লাখ টাকা দেব এবং দুই বছর পর তিনি আমাকে পুরো টাকা ফেরত দেবেন। বাড়ি ভাড়া স্বাভাবিকভাবে প্রতিমাসে 12 হাজার টাকা। অ্যাডভান্স দেওয়ার কারণে প্রতি মাসে আমার জন্য বাড়ি ভাড়া 10 হাজার টাকা এবং প্রতি মাসের টাকা আমি মাসের প্রথম সপ্তাহে নগদ পরিশোধ করে দেব। আমার অ্যাডভান্স টাকা হতে তা কাটা হবে না বরং দুই বছর পর বা বাড়ি ছেড়ে দেওয়ার সময় আমি পুরো দুই লা্খ টাকাই ফেরত পাব। এক্ষেত্রে প্রতি মাসে আমার দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ কম দেওয়ার সুবিধা নেওয়া সুদ হবে কি না? এবিষয়ে যুক্তি ও ব্যাখ্যাসহ জবাব দেওয়ার অনুরোধ করছি।