আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3563

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 নভে. 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি এক বাড়িয়ায়ালার সাথে এ রকম কন্টাক্ট করেছি যে, বাড়িয়ালাকে আমি অ্যাডভান্স দুই লাখ টাকা দেব এবং দুই বছর পর তিনি আমাকে পুরো টাকা ফেরত দেবেন। বাড়ি ভাড়া স্বাভাবিকভাবে প্রতিমাসে 12 হাজার টাকা। অ্যাডভান্স দেওয়ার কারণে প্রতি মাসে আমার জন্য বাড়ি ভাড়া 10 হাজার টাকা এবং প্রতি মাসের টাকা আমি মাসের প্রথম সপ্তাহে নগদ পরিশোধ করে দেব। আমার অ্যাডভান্স টাকা হতে তা কাটা হবে না বরং দুই বছর পর বা বাড়ি ছেড়ে দেওয়ার সময় আমি পুরো দুই লা্খ টাকাই ফেরত পাব। এক্ষেত্রে প্রতি মাসে আমার দুই হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ কম দেওয়ার সুবিধা নেওয়া সুদ হবে কি না? এবিষয়ে যুক্তি ও ব্যাখ্যাসহ জবাব দেওয়ার অনুরোধ করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদ বলা হয় একই ধরণের জিনিস ধার দয়ে অতিরিক্ত নেয়া।আপনার কাছ থেকে ২ বছরে ২৪ হাজার টাকা কম নিচ্ছে, মানে আপনি তার থেকে ২৪ হাজার টাকা পাচ্ছেন ২ লাখ টাকা ধার দেয়ার কারণে। আর টাকা ধার দিয়ে অতিরিক্ত টাকা নেয়া স্পষ্ট সুদ। সুতরাং আপনি তাকে নি:শর্ত ভাবে ২ লাখ টাকা ধার দিন, প্রতি মাসে ১২ হাজার করে ভাড়া দিয়ে দিন। এতে আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ।