১। অগ্রীম নামায সম্পর্কে জানতে চাই। নামায কি সত্যিই অগ্রীম আদায় করা যায়? যদি যায় তাহলে নিয়্যতে কি বলতে হবে অনুগ্রহ করে জানাবেন?
২। অনেকে বলেন কাযা নামায বলে কিছু নেই,তবে নামায জোড়ায় পড়া যায়-একথার সত্যতা কতটুকু? সেক্ষেত্রে paring টা কিভাবে হবে?
(মাঝে মাঝেই এমন অবস্থা তৈরী হয় যে নামায ছুটে যাওয়ার আশংকা থাকে এবং ছুটে যায়ও! বেশিরভাগ কর্মক্ষেত্রে এবং রাস্তায় মেয়েদের নামায পড়ার ব্যবস্থা থাকেনা)। ৩। মোনাজাত কখন করা শ্রেয়? নামাজের ভেতর নাকি নামায শেষে?নামাযের ভেতরে হলে কোন বৈঠকে?
৪। তাছবীহ কি ফরযের পরই পড়তে হয়? যদি পুরো নামায শেষে শেষ বৈঠকে বসে পড়তে চাই তবে কি সওয়াব কমে যাওয়ার আশংকা থাকে?