আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3456

নামায

প্রকাশকাল: 17 জুলাই 2015

প্রশ্ন

১। অগ্রীম নামায সম্পর্কে জানতে চাই। নামায কি সত্যিই অগ্রীম আদায় করা যায়? যদি যায় তাহলে নিয়্যতে কি বলতে হবে অনুগ্রহ করে জানাবেন?
২। অনেকে বলেন কাযা নামায বলে কিছু নেই,তবে নামায জোড়ায় পড়া যায়-একথার সত্যতা কতটুকু? সেক্ষেত্রে paring টা কিভাবে হবে?
(মাঝে মাঝেই এমন অবস্থা তৈরী হয় যে নামায ছুটে যাওয়ার আশংকা থাকে এবং ছুটে যায়ও! বেশিরভাগ কর্মক্ষেত্রে এবং রাস্তায় মেয়েদের নামায পড়ার ব্যবস্থা থাকেনা)। ৩। মোনাজাত কখন করা শ্রেয়? নামাজের ভেতর নাকি নামায শেষে?নামাযের ভেতরে হলে কোন বৈঠকে?
৪। তাছবীহ কি ফরযের পরই পড়তে হয়? যদি পুরো নামায শেষে শেষ বৈঠকে বসে পড়তে চাই তবে কি সওয়াব কমে যাওয়ার আশংকা থাকে?

উত্তর

স্বাভাবিক অবস্থায় দুই নামায একসাথে পড়ার বিষয়ে মতভেদ আছে। তবে যুহরের শেষ সময়ে যুহর আর আসরের প্রথম সময়ে আসর পড়লে সমস্যা নেই। যদিও মনে হযে দুই নামায একসাথে পড়লেন। তদ্রুপ মাগরিবের শেষ সময়ে মাগরিব এবং ইশার প্রথম সময়ে ইশা। তবে এটা ঐ সময় যখন রাস্তার মাঝে থাকবেন বা ঠিক সময়ে পড়তে কোন সমস্যা হয়। স্বাভাবিক রীতি বানানো চলবে না। ২। কোন কারণে নামায ছুটে গেলে অবশ্যই পরে তার কাযা করতে হবে।জোড়ায় বলতে কী বুঝিয়েছেন অস্পষ্ট। ৩। কুরআন ও হাদীসে বর্ণিতে যে কোন দুআ বা মুনাজাত নামাযের শেষ বৈঠকে দুআ মাসূরার সময় আরবীতে করবেন। আর নিজরে ভাষায় কোন দুআ করতে গেলে নামাযের পরে করবেন। ৪। সব নামায শেষ করে পড়লেও সমস্যা নেই। প্রয়োজনে ফোন করবেন 01762629405